মাদক ও সন্ত্রাস নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নারীরা পরিবারের সব সদস্যের কার্যক্রম সম্পর্কে জানে, খোঁজ-খবর রাখে। তাই নারীরা মাদক, সন্ত্রাস, গুজব, বাল্যবিয়ে, যৌন হয়রানিসহ সব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলে সমাজে অপরাধ কমে আসবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী বাগেরহাট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে সদর উপজেলার বারুইপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নারী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, নারীরা এখন আর অবলা নয়। নারীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ-বিদেশে সুনামের সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। দেশের জিডিপিতে নারীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে।তাই শিক্ষা, প্রশিক্ষণ, রাজনীতি সব জায়গায় নারীদের অগ্রাধিকার দেওয়ার কথা ব্যক্ত করেন তারা।

বাগেরহাট নারী উন্নয়ন ফোরামের সভাপতি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক হাসনা হেনা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, বারুইপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সরোয়ার হোসেন প্রমুখ।

৫ শতাধিক নারী ও বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী এই সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে বয়সন্ধিকালীন উপকরণ বিতরণ করা হয়। প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের সমাবেশ হওয়ায় অংশগ্রহণকারী নারীরা আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন