মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় ইমপালস হাসপাতাল বন্দোবস্ত

দ্বারা zime
০ মন্তব্য 160 দর্শন

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুগ্রহ ও উদারতায় করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার লক্ষ্যে রাজধানীর ইমপালস্ হাসপাতাল প্রাইভেট লিঃ বন্দোবস্ত করা হয়েছে। হাসপাতালটি প্রাথমিকভাবে আড়াই মাসের জন্য ভাড়া করা হয়েছে। শুধুমাত্র করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের নিবিড় চিকিৎসা প্রদানের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি এখন থেকে ব্যবহৃত হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহ ও সদিচ্ছা এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর ঐকান্তিক প্রচেষ্টায় স্বল্পতম সময়ের মধ্যে এই আয়োজন সম্ভব হয়েছে। এছাড়া, হাসপাতালটি স্বল্পতম সময়ে বন্দোবস্ত করতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এর প্রত্যক্ষ সদয় সমর্থনসহ মাননীয় মন্ত্রিপরিষদ সচিব জনাব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের মাননীয় সিনিয়র সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দীন এর সবিশেষ ভূমিকা রয়েছে। উল্লেখ্য, গত ০৫ মে ২০২০ খ্রিঃ কেন্দ্রিয় পুলিশ হাসপাতাল এবং ইমপালস হাসপাতালের মধ্যে এ সংক্রান্তে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। শীঘ্রই ইমপালস হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা প্রদান করা শুরু হবে।

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষনিক সুচিকিৎসার জন্য ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ বহুমাত্রিক পদক্ষেপ হাতে নিয়েছেন এবং ইউনিট প্রধানদেরকে এ বিষয়ে সময়ে সময়ে নির্দেশনা প্রদান অব্যাহত রেখেছেন। করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় সর্বোচ্চ প্রাধিকারের নিমিত্তে ইমপালস হাসপাতাল সংযোজন সেই প্রক্রিয়ার ধারাবাহিক কার্যক্রমের অংশ। বাংলাদেশ পুলিশের দেশপ্রেমিক সদস্যদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই উদারতা ও ভালবাসার প্রতি আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন