মানবসেবায় আত্মনিয়োগ করেছেন খলিলুল্লাহ ঝড়ু

দ্বারা zime
০ মন্তব্য 256 দর্শন

 

মানুষের জন্য কিছু করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন খলিল উল্লাহ ঝড়ু।  প্রতিদিন ডুমুরিয়া, আটারো মাইল থেকে নিজেই চার টন সবজি কিনে তা বিতরন করছেন পৌরসভা জুড়ে। ঘটনাটি সবার নজর কেড়েছে। যুব একাডেমির চেয়্যারম্যান এবং ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি খলিল উল্লাহ ঝড়– করোনার শুরুতেই জেলা জুড়ে খাদ্য সামগ্রী পৌছে দেন মানুষের কাছে। বর্তমানে চলছে সবজি বিতরন। প্রতিদিন নিজে আঠার মাইলের পাইকারী বাজার থেকে চার(৪) টন সবজি কিনছেন পরে তা শহরের মিনি মার্কেটের পাশে এনে পৌরসভার ৯টি ওয়ার্ডে কর্মী বাহিনীর মাধ্যোমে পৌছে দিচ্ছেন।

প্রতিটি ওয়ার্ডে ভ্যান যোগে চলে যচ্ছে সাদা শাক, পুইশাক, বরবটি, ডাটাশাক, ঢ্যাড়স, কুমড়া, কাকড়, উচ্ছে সহ আরও অনেক রকম শাকসবজি। এ সব ওয়ার্ডে পৌছানোর পাশাপাশি সেন্টারে আগত শত শত মানুষের মধ্যে সবজি বিতর নের কার্যক্রম চলছে প্রতিদিন। খলিল উল্লাহ ঝড়– শুধু এই করোনায় নয় এর পুর্বেও ভয়াবহ বন্যা, আইলায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে ছুটে চলেছেন সর্বদা। ছাত্রলীগের সাবেক এ নেতা পেশাগত জীবনে একজন সফল ব্যবসায়ী। তিনি চুকনগরে গড়ে তুলেছেন সাতক্ষীরা ফুডস নামের একটি প্রতিষ্ঠান। এখান থেকে জাপান সহ বর্হিবিশ্বে হিমায়িত পন্য রপ্তানী হয়। এছাড়াও আছে তার নানামুখী আমদানী রপ্তানী ব্যবসা। সাতক্ষীরা শহরে বেড়ে উঠলেও তিনি সাতক্ষীরায় কোন ব্যবসা করেননা। যুব একাডেমী নামের একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মানুষকে সেবা করার জন্য। রাজনৈতিক অঙ্গনে তিনি প্রবেশ করবেন এমন গুঞ্জন চলছে এক দশক ধরে। সক্রিয় রাজনীতিতে আসবেন যেকোন সময় সাবেক এ ছাত্র নেতা এমন মন্তব্য পর্যবেক্ষক মহলের।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন