সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের ড্রিল সেডে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার।

কল্যাণ সভায় সদর উপজেলাতে এলাকার চোরাই মালামাল উদ্ধার, পুজা মন্ডপে চুরি হওয়া মালামাল উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযাানের নেতৃত্ব দিয়ে পুলিশ সুপারের নিকট থেকে বিশেষ সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো: সজিব খান।

আবার অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ চৌকশ ওসি হিসাবে সন্মাননা ক্রেস্ট অর্জন করেছেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন। 

এছাড়া এলাকার চোরাই মালামাল উদ্ধার, পুজা মন্ডপে চুরি হওয়া মালামাল উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার করে জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসাবে পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সাব-ইন্সপেক্টর মানিক সাহা।মানিক সাহা জেলার ভিতরে টানা তের বারের মত শ্রেষ্ঠ চৌকশ দারোগা হিসাবে নির্বাচিত হলেন। কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরি তে পুলিশ সুপার পুলিশ সদস্যদের আগষ্ট মাসের কার্যক্রমের উপর সন্মাননা পুরুস্কার প্রদান করেন।গোয়েন্দা শাখার শ্রেষ্ঠ এএসআই হিসাবে ফজলুল করিম পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেস্ট অর্জন করেন।

কল্যাণ সভার শুরুত্বে ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ বিপিএম-বার এঁর  উদ্যোগে গঠিত বিট পুলিশিং কার্যক্রমকে গতিশীল করার লক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ কর্তৃক “Beat Policing Satkhira” অ্যাপস এর শুভ উদ্বোধন ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার। 

কল্যাণ সভায় পুলিশ সুপারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সজিব খান,হেড কোয়াটার সার্কেল অতিরিক্ত পুলিশ ইকবাল হোসেন,দেবহাটা ও আশাশুনি সার্কেলের সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদ, ডিআই-১ মিজানুর রহমান, জেলা ট্রাফিক পুলিশের টিআই কামরুজ্জামান বকুল,সাতক্ষীরা থানার ওসি দেলোয়ার হুসেন,ডিবির ওসি ইয়াছিন আলম চৌধুরী  সহ সকল থানার অফিসার ইনচার্জ গণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন