সিটিজেন জার্নালিস্ট(জিমি): আজ রোববার (১৬ ডিসেম্বর) ২০১৮ “মহান বিজয় দিবস”। দিবসটি পালন উপলক্ষে রবিবার সকালে মুজিবনগর স্মৃতিসৌধ ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে উপজেলা প্রশাসন পুষ্পমাল্য অর্পণ করেন।এর পরে মুজিবনগর থানা পুলিশের পক্ষ থেকে মুজিবনগর থানার ইনচার্জ আব্দুল হাশেম পুষ্পমাল্য অর্পণ করেন।

এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জিয়াউদ্দীন বিশ্বাসেরর নেতৃত্বে উপজেলা আওয়ামীলী,যুবলীগের পক্ষ থেকে কামরুল হাসান চান্দুর নেতৃত্বে উপজেলা আ’লীগ,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের পক্ষ থেকে বেলাল হোসেনের নেতৃত্বে স্বেচ্ছা সেবকলীগ,পরে হেলাল উদ্দিন লাভুর নেতৃত্বে ছাত্রলীগ পুষ্পমাল্য অর্পণ করে। পরে জাতীয় সংগীত গাইতে গাইতে পতাকা উত্তোলন করা হয়।পতাকা উত্তোলন শেষে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা,কুজকাওয়াস ও প্যারেড প্রদর্শন অনুষ্ঠিত হয়।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে স্মৃতি সৌধ, গণকবর, বঙ্গবন্ধুর ম্যুরাল ও বধ্য ভূমিতে পুষ্পমাল্য অর্পণ, গণকবর জিয়ারত ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন