পৃথিবীর সকল অন্ধকারের অমানিশা দূর করতেই এই কালি পূজা; সাতক্ষীরায় শ্রী শ্রী মহাশ্নশান কালি পূজার উৎসবে এমপি রবি।।

দ্বারা zime
০ মন্তব্য 423 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ :: সাতক্ষীরায় শ্রী শ্রী মহাশ্নশান কালি পূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ডিসেম্বর) রাতে সদরের ফিংড়ি গাভা শ্রী শ্রী মহাশ্নশান কালি মন্দিরে ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. শামষুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য সদর আসনের উন্নয়নের রুপকার গণমানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘পৃথিবীর সকল অন্ধকারের অমানিশা দূর করতেই এই কালি পূজা।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অপশক্তিকে প্রতিহত করে মহান স্বাধীনতা ও উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিতে হবে। পৃথিবী জুড়ে দিন দিন বাড়ছে দুষ্ট চক্র। সমাজে অশান্তি ও অরাজকতা বাড়ানোই ওই চক্রের মূল কাজ। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। তাই মা কালীর আশির্বাদ পুষ্ট হয়ে জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয় করতে হবে। এটি কালী পূজার প্রধান মহাত্ম।’

আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান অঅলী, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মরিহলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীরীগের সভাপতি মো. লুৎফর রহমান, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, গাভা শ্রী শ্রী মহাশ্নশান কালি মন্দিরের সভাপতি সন্তোষ কুমার, সাধারণ সম্পাদক বিশ^জিৎ বাছার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা দাস, রোখসানা পারভীন, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, তুহিনুর রহমান তুহিন, শেখ ইউছুফ সুলতান মিলন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি শাওন, কাজী সাদিকুজ্জামান দ্বীপ, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, সাবেক সদর থানা আওয়ামীলীগের সভাপতি নুরে আলম সিদ্দিকী, কাজী মারুফ আহমেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুধাংশু।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন