মুজিবনগর থানা পুলিশের দায়ের করা নাশকতার মামলায় উপজেলা চেয়ারম্যান ও মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামসহ দুজনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন চীফ জুডিশীয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

উচ্চ আদালতের নির্দেশে সোমবার দুপুরে হাজির হয়ে নিম্ন আদালতে জামিনের আবেদন করলে আমলী আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাফিয়া সুলতানা তাদের জামিন না মুঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্যজন হলেন— বিএনপি কর্মী মিয়া গাজী।

একই মামলায় কারাগারে আছেন জেলা জামায়াতের সভাপতি ও সেক্রেটারিসহ বেশ কয়জন নেতা-কর্মী।

গত ৩ অক্টোবর হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও এসএম কুদ্দুছ জামানের বেঞ্চ উপজেলা চেয়ারম্যানসহ তাদের চার সপ্তাহের জামিন দেন। এসময় তাদের নিম্ন আদালত থেকে জামিন নেয়ার আদেশ দেন।

জানা গেছে, গত মাসে মুজিবনগর থানা পুলিশ বিএনপি ও জামায়াতের ১৩ নেতা কর্মীকে গ্রেফতার করেছিল। এসময় তাদের থেকে হাতবোমা ও ধারালো অস্ত্রসহ উদ্ধারের দাবি করে পুলিশ।

পরে এ মামলায় মোট ৪৭ জনকে এজাহার নামীয়সহ প্রায় দেড় শতাধিক বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আসামী করা হয়।

একই মামলায় জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দীন খান ও সেক্রেটারী মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে মুজিবনগর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ জনাব মো: আব্দুল হাশেম প্রতিবেদক কে বলেন উচ্চ আদালতের নির্দেশে সোমবার দুপুরে হাজির হয়ে নিম্ন আদালতে জামিনের আবেদন করলে আমলী আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাফিয়া সুলতানা তাদের জামিন না মুঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র: স্পন্দন ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন