মুনজিতপুরের বিসমিল্লাহ ক্লথ ষ্টোরের জামাই কালাম উল্লাহ বাবলু নিখোজ

দ্বারা zime
০ মন্তব্য 389 দর্শন

হারানো বিজ্ঞপ্তিঃ
সাতক্ষীরা শহরের মুনজিতপুর নিবাসী অতি পরিচিত একটি মুখ কালামউল্লাহ ওরফে বাবলু সাহেব কে ইং ১৯/০১/২০১৮ তারিখ হইতে আর পাওয়া যাচ্ছেনা।তার পিতার নামঃ মৃত রেজাউল করিম,গ্রামঃ মুনজিতপুর,সাতক্ষীরা।

হারানোর বিষয়ে তাঁর বড় মেয়ে সুইটি 01994-785806 নাম্বার থেকে ফোন করে জানান,গত শুক্রবার স্বরশতী পুজার দিন থেকে তাঁর বাবা কালামুল্লাহ বাবলু আর বাড়ি ফেরেন নি।তিনি আরও জানান,হারানোর বিষয় সাতক্ষীরা থানায় একটি জিডি করা হইয়াছে।ধারনা করা হচ্ছে, কালামুল্লাহ বাবলু অবৈধ পথে ভারত যাওয়ার পথে ভারতীয় আইন-শৃংঙ্খলা বাহিনী (বিএসএফ)এর নিকট গ্রেপ্তার হয়েছেন।কিন্তু গ্রেপ্তারের বিষয়ে ভোমরা বিজিবি’র কম্পানী কমান্ডার বলেন,কালামউল্লাহ বাবলু, বয়স-৫৮ বৎসর এই নামে কোন ব্যক্তি বিজিবি বা ইন্ডিয়ান ক্যাম্পে ধরা পড়েন নি এবং এ বিষয়ে আমাদের কাছে কোন সুনিশ্চিত তথ্য নেই।

এদিকে বৃদ্ধ বাবা কে হারিয়ে কালামুল্লাহ বাবলু’র ৩ কণ্যা বিভিন্ন জাগাতে তন্ন তন্ন করে খুজে বেড়াচ্ছেন তাদের বাবা কে।ইতিমধ্যে ঢাকায় বসবাসকারী কালামুল্লাহ বাবলুর দুই কন্যা সাতক্ষীরাতে চলে এসেছেন তাঁদের বাবার নিখোজ সংবাদ শুনে।কোন স্ব-হৃদয়বান ব্যক্তি কালাম উল্লাহ বাবলু সাহেবের খোজ পেলে 01994-785806 নাম্বারে তাঁর বড় কণ্যা সুইটি কে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হল।

বৃদ্ধ বাবার সন্ধান না পেয়ে নিরুপায় হয়ে আজ ২৫ জানুয়ারী রাত্র ৯.৩০ মিনিটে কালামুল্লাহ বাবলুর বড় কণ্যা সুইটি ও ছোট কণ্যা প্রিয়া দৈনিক সাতনদী পত্রিকা অফিসে যান এবং সাতনদী প্রত্রিকার সুযোগ্য সম্পাদক জনাব হাবিবুর রহমান কে তাদের বাবা হারানোর বিষয়টি অবগত করেন।এসময় সাতনদী’র সম্পাদক মহোদয় বিষয়টি খুব আন্তরিক ভাবে দেখেন এবং মোবাইল যোগে বিভিন্ন দপ্তরে খোজ খবর নেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন