যশোর জেলা পুলিশের আয়োজনে আইজিপি কাপ অনূর্ধ্ব-১৯ জাতীয় কাবাডি প্রতিযোগিতার (বালক ও বালিকা) উদ্বোধন হয়েছে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলার বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট মাঠে সোমবার বেলা ১১টার দিকে জেলা পর্যায়ে শুভ উদ্বোধন হয় এ প্রতিযোগিতার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন যশোরের পুলিশ সুপার (এসপি) ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম।
এসপি তাঁর বক্তব্যে বলেন, ‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। তেমনিভাবে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
তিনি বলেন, ‘আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল (আইজি) মহোদয় বিভিন্ন সময় বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটকে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে নির্দেশনা প্রদান করেন।’
যশোরের এসপি উপস্থিত সবাইকে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য এস এম ইয়াকুব আলী ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির।