বাজারে জনসমাগম ঠেকাতে এবং করোনা ঠেকাতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তাফা কামালের নির্দেশে সাতক্ষীরা শহরের সুলতানপুর কাপড়ের বাজারে যাওয়ার জন্য তিনটি One way (একমুখী) প্রবেশ পথ এবং একটি মাত্র Exit (বাহির) হওয়ার পথ করা হয়েছে।
One way ( একমুখী) প্রবেশ পথ তৈরি করা হয়েছে। পথ গুলো……


১. পাকা পুলের মোড়
২.সদর থানার পাশ দিয়ে কাপড় বাজারের রাস্তা
৩.পৌর দীঘির দক্ষিণ পশ্চিম পাশ দিয়ে কাপড় বাজার মুখী রাস্তা
Exit (বাহির পথ)
ব্যাংক রোড সুলতানপুর বড় বাজারের সাথে যুক্ত

সকলকে এ সকল পথ যথাযথ ভাবে ব্যবহার করার জন্য কাপড়ের বাজারে আসা ক্রেতাদের অনুরোধ করা হলো।
এবিষয়ে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন যারা ঈদের কেনাকাটা করতে যারা বাজারে আসতে চান তারা মাস্ক পরে এবং খোলা ছাতা নিয়ে বাজারে প্রবেশ করবেন।জেলা প্রশাসক আরো বলেন বাজারে শফিং মলে ক্রেতা-বিক্রেতারা তিন ফুট দুরত্বে থেকে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা প্রশাসন-সাতক্ষীরা জেলা পুলিশ ও র্্যাব-৬ সাতক্ষীরার সদস্যরা নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন