গতকাল ২৩ মার্চ ২০১৯ তারিখ ১৯.৩০ ঘটিকায় খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ১ নং ওয়ার্ডের তরুণসংঘ মাঠে খুলনা সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড মাদক, সন্ত্রাস,বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধ কমিটির আয়োজনে “বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং মাদক ও সন্ত্রাস বিরোধী ” সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জনাব সরদার রকিবুল ইসলাম বিপিএম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শেখ আব্দুর রাজ্জাক, কাউন্সিলর, ১ নং ওয়ার্ড, খুলনা সিটি কর্পোরেশন। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিসি (উত্তর) জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন; এডিসি (উত্তর) জনাব সোনালী সেন; এসি (দৌলতপুর জোন) জনাব শেখ ইমরান (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); ওসি (দৌলতপুর থানা) জনাব কাজী মোস্তাক আহম্মেদ; জনাব শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক, খুলনা মহানগর পুলিশিং ফোরাম; জনাব এস এম নুরুল হক, সভাপতি, দৌলতপুর থানা কমিউনিটি পুলিশিং কমিটি; জনাব আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, কাউন্সিলর, ৩ নং ওয়ার্ড, খুলনা সিটি কর্পোরেশন; জনাব আলহাজ্ব মাকসুদ আলম খাজা, আহবায়ক, ১ নং ওয়ার্ড, খুলনা মহানগর আওয়ামীলীগ; জনাব সাজ্জাদুর রহমান লিংকন, সদস্য ও প্যানেল চেয়ারম্যান, খুলনা জেলা পরিষদ; জনাব কাজী নাসিবুল হাসান নান্নু, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজ সেবক; জনাব আলহাজ্ব মনিরুজ্জামান খান খোকন, সাবেক প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর, ১ নং ওয়ার্ড, খুলনা সিটি কর্পোরেশন। আমন্ত্রিত অতিথি হিসাবে সমাবেশে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক, ফুলবাড়ীগেট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়; জনাব মিসেস নাহিদ সুলতানা, প্রধান শিক্ষিকা, শশিভূষণ মাধ্যমিক বিদ্যালয়; জনাব মাহফুজা শাহবুদ্দিন; জনাব মোঃ আছাদুজ্জামান, প্রধান শিক্ষিক, খানাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়; জনাব মিতা বাগচী, প্রধান শিক্ষিকা, মহেশ্বরপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। সমাবেশে পুলিশ সদস্যসহ দৌলতপুর থানার সুধীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব সরদার রকিবুল ইসলাম বিপিএম তাঁর বক্তব্যে বলেন, যে কোন মূল্যে খুলনা মহানগরীকে আমরা মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। ইতিমধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং তার প্রয়োগ দৃশ্যমান। মাদকসেবী, মাদক ব্যবসায়ী, মাদকের অর্থ লগ্নীকারী ও মাদকের পৃষ্ঠপোষক এই চার শ্রেণীর প্রত্যেককেই প্রচলিত আইনের আওতায় আনা হবে। কারো কোন প্রকার ছাড় দেওয়া হবে না। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যানজটমুক্ত, চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত খুলনা মহানগরী গড়তে পুলিশ-জনতা কাঁধে-কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করে উক্ত সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন