ইব্রাহিম খলিল: শহররে ইটাগাছা হাটরে মোড়, মুন্সপিাড়া, সুলতানপুর, আমতলা রোড, পোস্ট অফিস মোড় ও ফুড অফিস মোড়সহ বিভিন্ন স্থানে রাস্তার উপরে বালি, ইট রেখে চলছিল অবৈধ দখলের মহাউৎসব। রোববার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এসব অবৈধ দখলদারদের বিরুরেদ্ধ স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৮ ধারা লংঘন করার জন্য মোবাইল র্কোট পরিচালনা করা হয়। আইন অমান্যকারীদরে সর্তক ও জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা, আরিফ আদনাম প্রমুখ।

জেলা প্রশাসনের বিশেষ সূত্র আপডেট জানান,প্রায় প্রায় দেখা যায় এক শ্রেনীর মালিক কতৃপক্ষ রাস্তার পাসে ইট-বালু-পাথর-বাঁশ ইত্যাদি জিনিষ গুলো রাখে প্রতিনিয়ত।ফলে রাস্তায় যান চলাচলের প্রতিবন্ধকতা দেখা দেয়।ফলে অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায়।তাই দূর্ঘটনা এড়াতে এখন থেকে সাতক্ষীরা জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্টের নজর থাকবে রাস্তার পাসে অবৈধ দখলদার দের দিকে।   





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন