সাতক্ষীরা হতে ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৬।

র‌্যাব-৬ খুলনা হেড কোয়াটার্স মিডিয়া সেন্টার জানায়,গতকাল ১০ আগস্ট ২০২১ ইং তারিখ আনুমানিক ১২.১০ ঘটিকার র‌্যাব-৬,(সাতক্ষীরা ক্যাম্প)এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন আঙ্গুরপোতা গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।

এরুপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সাতক্ষীরা জেলার সদর থানাধীন বাশতলা বাজার থেকে জেটকি বাজার যাওয়ার পথে আঙ্গুরপোতা গ্রামস্থ নিরোদ কুমার মন্ডলের ফার্নিচার তৈরির দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেলে র‌্যাবের উপস্থিতি টেরে পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকলে ১। মোঃ শামীম সাজ্জাদ (২৩), পিতা-মোঃ কাওসার আলী, মাতা- মোসা- রোকেয়া, ২। মোঃ রানা হোসেন (২১), পিতা- শাহাদাত হোসেন, মাতা- সেলিনা খাতুন, উভয় সাং- গোনা (০৩ নং ওয়ার্ড), থানা ও জেলাঃ সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতাকৃত আসামীরদ্বয়ের দখল হতে ৩০ বোতল ফেন্সিডিল,০২ টি মোবাইল ও ০৪ টিসিম কাড উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মামলা রজু প্রক্রিয়াধীন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন