সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্নভাবে উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩.১৫ মিনিটে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ডিজিটাল কর্নারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ -জোহরা। সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ  দেলোয়ার হুসেন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভায় ব্যক্তারা বলেন, সদর উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন স্থানে মোট ১০৮টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে প্রশাসন, পুলিশ, আনছার বাহিনী ও গ্রাম পুলিশসহ আইন-শৃংখলা বাহিনী মাঠে থাকবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন