বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা সদর ইউএনও’র উঠান বৈঠক

দ্বারা zime
০ মন্তব্য 256 দর্শন

 

নারীর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও বাল্য বিবাহের প্রতিকারের লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ ইউনিয়ন এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার রেউই বাজারস্থ এলাকায় নারীদের নিয়ে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা, উপজেলা এলজিডি’র প্রকৌশলী কর্মকর্তা শফিউল আযম, তথ্যসেবা কর্মকর্তা, ইউপি মেম্বর, তথ্যসেবা সহকারীগণ ও তথ্যকেন্দ্রের অফিস সহায়ক প্রমূখ।

উঠান বৈঠকে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা বলেন, নারীদের পরিস্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। কোনো নারীদের সমস্য হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা উপজেলার স্বাস্থ্যকেন্দ্র গিয়ে ডাক্তারের পরামর্শ স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে। সরকারি আইনগতভাবে মেয়েদের বিয়ের বয়স পূর্ণ হলে বিবাহ দিতে হবে। অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বাল্যবিবাহ দেওয়া যাবে না। অপ্রাপ্ত বয়সের মেয়েদের বাল্যবিবাহ দেওয়া আইনত দন্ডনীয় অপরাধ। সবাই মিলে বাল্যবিবাহ প্রতিকার করতে হবে। সরকারি আইন ভঙ্গ করে কেউ যদি অপ্রাপ্ত বয়সের মেয়েদের বাল্যবিবাহ দেয় তাহলে সাথে সাথে প্রশাসনকে জানানোর আহবান জানান তিনি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন