উন্নত জাতি গঠনে শিক্ষার পাশা পাশি কোমলমতি শিশুদের নীতি নৈতিকতা ও শেখাতে হবে-জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান

মাহফিজুল ইসলাম আককাজ :  ‘সুখী সুন্দর বাংলাদেশে আনন্দময় শৈশব গড়ার প্রত্যয়ে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন’র বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ ২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিন ব্যাপী শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন’র আয়োজনে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বাার)  । প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার বলেন,‘আজকের এই কোমলমতি শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। উন্নত জাতি গঠনে শিক্ষার পাশা পাশি কোমলমতি শিশুদের নীতি নৈতিকতা ও শেখাতে হবে। আজকের কোমলমতি শিশুরা আগামীর সুনাগরিক। কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের আদর ও ভালবাসা প্রেরণা জোগাবে।’


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন’র প্রধান শিক্ষক রেশমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ লাইনস্ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষ, সহকারি শিক্ষক মো. রবিউল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন’র শিক্ষক শাহিদা খাতুন, চায়না খাতুন, তানিয়া খাতুন, পারভীন সুলতানা, আম্বিয়া খাতুন, রেবেকা খাতুন প্রমুখ। এসময় শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন’র শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক নওরিন সুলতানা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন