শেখ আরিফুল ইসলাম: শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ উপলক্ষে বিশেষ আইন শৃংখলা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে নির্বাচন সংক্রান্ত এ বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ডিডিএলজি (উপসচিব) শাহ্ আবদুল সাদী, ১৭ বিজিবি উপ-অধিনায়ক মেজর শাহ মোঃ আজাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল মোঃ জামিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবীর, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম, প্রেসক্লাব সভাপতি আলহাজ্জ্ব আকবর কবীর। এছাড়াও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, নারীনেত্রী চন্দ্রিকা ব্যানার্জী, ইমাম সমিতির সভাপতি মুফতি আব্দুল খালেক, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের জন্য সরকারের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, সকল রাজনৈতিকদল নির্বাচনে অংশ গ্রহণ করায় নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠ ও নিরাপক্ষ হবে। তিনি সুষ্ট নির্বাচনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। পুলিশ সুপার বলেন, নিচ্ছিদ্র নিরাপত্তা বলায়ের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। তাছাড়া ভোট বিঘ্ন সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে। আলোচনা অনুষ্ঠানে ইমাম, পুরোহিত, বিজিবি, আনসার ভিডিবি, কোস্ট গার্ড, নৌ পুলিশ, র্যাব, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর পূর্বে সকাল ১০ টায় শ্যামনগর সরকারী হরিচরণ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে প্রিজাইটিং, সহকারী প্রিজাইটিং এবং পোলিং অফিসারদের দুই দিন ব্যাপী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এস এম মোস্তফা কামাল।