থানার কোয়াটার্সের ক্যাম্পাসে পুকুর ও ফুলের বাগান করেছেন নান্দনিক এসআই প্রবীর কুমার।।

দ্বারা zime
০ মন্তব্য 373 দর্শন

 

সাতক্ষীরা থানার প্রধান গেটের অপজিটে অবস্থিত পুলিশ কোয়াটার্স। সেখানে থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর গণ ও সহকারী সাব ইন্সপেক্টরগণ বসবাস করেন।দীর্ঘদিন যাবৎ এই পুলিশ কোয়াটার্সের ক্যাম্পাসের ভিতরের অবস্থা ছিলে জরাজীর্ণ।ক্যাম্পাসের ভিতরে একটি আমবাগান রয়েছে।আম বাগানের গাছের ঝরা পাতা গুলো বাতাসে রাস্তার এপারে-অপারে পড়ে কেমন যেনো একটা অগুছালো পরিবেশ আকার ধারন করে।পুলিশ কোয়াটার্সে প্রবেশ করে প্রথম বিল্ডিংটার পরে দ্বিতীয় বিল্ডিংয়ে বসবাস করেন সদর থানার সাব-ইন্সপেক্টর জনাব প্রবীর কুমার ও সহকারী সাব-ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস হাওলাদার।
যেদিন থেকে সাব-ইন্সপেক্টর প্রবীর কুমার কোয়াটার্সে উঠেছেন,সেদিন থেকে থানা কোয়াটার্সের ক্যাম্পাসের চেহারা পরিবর্তন হতে দেখা গেছে।ঘটনার সত্যতা পেতে আপডেট সাতক্ষীরার প্রতিবেদক সরেজমিনে গতকাল যান থানার পুলিশ কোয়াটার্সের ভিতরে।সেখানে গিয়ে তিনি দেখতে পান সাব-ইন্সপেক্টর প্রবীর কুমার ব্যক্তিগত খরচে তার কোয়াটার্সের সামনে একটি পুকুর খনন করেছেন।সেই পুকুরে অন্তত ৪০০-৫০০ পিস দেশী মাগুর মাছ ছেড়েছেন সাব-ইন্সপেক্টর প্রবীর।মাছ গুলোকে তিনি প্রতিদিন কুড়ো-ভুসি-ভাত মাখিয়ে খামির বানিয়ে খেতে দেন।পুকুরের চারিপাসে ডালিয়া ফুল গাছ,গ্যাধা ফুল,গোলাপ সহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ লাগিয়েছেন সাব-ইন্সপেক্টর প্রবীর।কোয়াটার্সের ভিতরে এসআই প্রবীর কুমার যে বিল্ডিংটায় থাকেন তার গেটের দুই পাসে পুকুর সহ দুইটা ফুলের বাগান তৈরি করেছেন সাব-ইন্সপেক্টর প্রবীর।পুকুরের দুই পাসে দুটি ফুলের বাগেনের সৌন্দর্য দেখে আপডেট সাতক্ষীরার প্রতিবেদক রীতি মত মুগ্ধ হয়েছেন।

এবিষয় কোয়াটার্সের অন্য একটি বিল্ডিংয়ে বসবাসকারী এএএসআই আব্দুল কুদ্দুস প্রতিবেদক কে বলেন সাব-ইন্সপেক্টর প্রবীর স্যার একজন প্রকৃতি প্রেমী পুলিশ।তিনি গান ভালোবাসেন,ফুল ভালোবাসেন।এছাড়াও তিনি পশুপাখীদের কে ও খুব যত্ন করেন তিনি।এএসআই আব্দুল কুদ্দুস আরো বলেন প্রবীর স্যার প্রায় ৬ মাস আগে একটি ছাগলের বাচ্ছা কিনেছিলেন।সেই ছাগলের বাচ্চার থাকার জন্য চাচের ব্যাড়া ও চাল দিয়ে একটি ঘর তৈরি করে দিয়েছেন প্রবীর স্যার।সেখানে ছাগলের বাচ্চাটি রাতে ঘুমায়।এএসআই কুদ্দুস আরো বলেন প্রবীর স্যার শুধুই একজন নান্দনিক পুলিশ অফিসার নয়,তিনি অপরাধ দমনে নড়াইলের লোহাগড়া থানায় চাকুরী কালীন সময়ে তিনি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পরপর ৬ বার জেলার শ্রেষ্ঠ চৌকশ এসআই এর সন্মাননা পেয়েছিলেন।
থানা কোয়াটার্সের ফুলের বাগান ও পুকুরে মাছ চাষ করার ঘটনা শুনলে সাব-ইন্সপেক্টর প্রবীর কুমার আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান জীবে প্রেম করে যে জন,সেজন সেবিছেই ঈশ্বর।তিনি আরে বলেন আমি আজ এখানে আছি কাল বদলী হয়ে অন্যাত্র চলে যাবো।কিন্তু আমি চলে গেলেও আমার হাতে গড়া মাছের পুকুর টি সহ ফুলের বাগানটি থেকে যাবে।আমি চলে গেলেও কোয়াটার্সে নতুন কোন পুলিশ সদস্য আসলে তিনি পুকুর আর বাগানটি দেখে অন্তত একবার আমার নাম স্মরন করবে। আর এটাই আমার প্রাপ্তি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন