সফলতার তৃতীয় বৎসরে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন

দ্বারা zime
০ মন্তব্য 217 দর্শন

 

#খুলনা_জেলা_প্রশাসকের_তৃতীয়_বছরে_পদার্পণ

সফলতার সাথে দুই বছর অতিক্রম করে তৃতীয় বছরে পদার্পণ করলেন খুলনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হেলাল হোসেন পিএএ।

১৩ আগস্ট, ২০১৮ তারিখে এই কার্যালয়ের দায়িত্বভার গ্রহণ করে ক্রমান্বয়ে তিনি হয়ে উঠেছেন খুলনা জেলার প্রশাসনিক অভিভাবকে। এই সময়ে অসংখ্য জনবান্ধব উদ্যোগ গ্রহণ করে তিনি পরিণত হয়েছেন খুলনা জেলায় প্রশাসনের আস্থার প্রতীকে।

কর্মবহুল এই দুই বছরে জেলা প্রশাসক  কর্তৃক গৃহীত উদ্যোগ/উদ্ভাবনী উদ্যোগগুলি হলোঃ

১) যার জমি আছে ঘর নাই তার জমিতে ১ লক্ষ টাকার মধ্যে টিনের ঘরের পরিবর্তে ইটের ঘর নির্মাণ
২) Skill Development Program এর আওতায় অসহায়, দরিদ্র‍্য, বিধবা ও স্বামী পরিত্যাক্তাদের সেলাই মেশিন প্রদান ও প্রশিক্ষণ প্রদান
৩) ‘Capacity Building Project’ এর আওতায় ফ্রি ল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা
৪) পর পর দুই মেয়াদে শেখ রাসেল আন্তঃবিভাগীয় টেনিস টুর্নামেন্ট
৫) শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট
৬) চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম
৭) স্যালুব্রিয়াস সেন্টার কাম রিফ্রেশমেন্ট কর্নার
৮) ১৯২০০ শিশু বঙ্গবন্ধুর কণ্ঠে ৭ই মার্চের ভাষণ
৯) করোনাকালীন বেসরকারি মানবিক সহায়তা সেল
১০) নিয়মিতভাবে ই-ফাইলে প্রথম স্থান অধিকার
১১) করোনা মোকাবিলায় কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অ্যাপ ভিত্তিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
১২) আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স প্রদান
১৩) খুলনা জেলার গাড়ি চলকদের ডিজিটাল হেলথ কার্ড প্রদান
১৪) জেলা প্রশাসন, খুলনার প্রচেষ্টায় ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ এর অনুমোদন লাভ
১৫) খুলনা শিশু হাসপাতালের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ১৫ কোটি টাকার সিড মানি লাভ
১৬) অনলাইন কোরবানির হাট চালুকরণ যা ‘খুলনা মডেল’ হিসেবে সমগ্র বাংলাদেশে অনুকরণ করা হয়
১৭) করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের নেতৃত্বে সংশ্লিষ্ট সকল সরকারি ডিপার্টমেন্টকে সমন্বয় করে বিভিন্ন ক্ষেত্রে সমগ্র বাংলাদেশে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন

এরকম অসংখ্য উদ্ভাবন ও উন্নয়ন কাজের পথিকৃৎ সম্মানিত জেলা প্রশাসক মহোদয়।
তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ তিনি ভূষিত হয়েছেনঃ
১) দুইটি জন প্রশাসন পদকে যা তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির নিকট থেকে গ্রহণ করেন
২) শ্রেষ্ঠ জেলা খুলনার জেলা প্রশাসক হিসেবে আইসিটি অ্যাওয়ার্ড যা তিনি গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থকে।

তাঁর এমন জনবান্ধব কাজ তাঁকে যেমন এনে দিয়েছে প্রাতিষ্ঠানিক সম্মান তেমনি তিনি অর্জন করেছেন খুলনার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন