সাতক্ষীরায় অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের আয়োজনে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডঃ আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদেরকে উপযুক্ত প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। বর্তমানে সরকারের অনেক গুরুত্বপূর্ণ দপ্তরে প্রতিবন্ধিরা দায়িত্ব পালন করছেন। এখন আর প্রতিবন্ধিরা পিছিয়ে নেই। সরকারের সকল কর্মকান্ডে প্রতিবন্ধিরা অংশ নিচ্ছে। লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের প্রতিবন্ধিদের সেবায় যেভাবে এগিয়ে এসেছে এই মানবিক উদ্যোগটি অবশ্যই প্রশংসনীয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, জেলা জাতীয় পার্টির সভাপতি আজহার হোসেন, জেলা কমিউনিটিং পুলিশের ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, পৌর আ’লীগ সভাপতি শেখ নাসেরুল হক, শামীমা পারভীন রতœা। এছাড়া উপস্থিত ছিলেন লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড: আবু ইউসুফ মো: আব্দুলাহ সমাপনী বক্তব্যে বলেন, এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য মানুষের সেবা করা। মানবসেবা সকল ধর্মের প্রধান কাজ। আমরা মানুষের জন্য কাজ করে যাব। এই ফাউন্ডেশন সমাজের দুঃস্থ অসহায় মানুষের পাশে থেকে সেবা প্রদান করে যাচ্ছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য মোঃ রবিউল ইসলাম।