সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক হারানো ব্যক্তি উদ্ধার ও পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
থানা পুলিশ জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) এঁর নির্দেশক্রমে সাতক্ষীরা জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসেনের তত্বাবধায়নে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই (নিঃ) দেব কুমার দাশের নেতৃত্বে একটি চৌকস টিম হারিয়ে যাওয়া ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
পরে বুধবার সকালে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত ওসি বাবুল আক্তার ভিকটিম দের কে তাদের পরিবারের কাছে তুলে দেন। এসময় ভিকটিমের স্বজনরা তাদের কন্যা কে পেয়ে সাতক্ষীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।