মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরাবাসীর প্রাণের দাবী স্থায়ী জলাবদ্ধতা নিরসন। সেই স্থায়ী জলাবদ্ধতা নিরসনে নদী খনন ও প্রাণ সায়ের খাল সিএস অনুযায়ী খনন বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি’র সাথে শুক্রবার (০৩ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা সার্কিট হাউজে সাতক্ষীরাবাসীর বিভিন্ন দাবী নিয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সাতক্ষীরাবাসীর প্রধান সমস্যা জলাবদ্ধতা দূরীকরণে নদী খনন করে পানি বে-অফ বেঙ্গল ও ইছামতিতে সংযোগ স্থাপনের মাধ্যমে জোয়ার ভাটা ব্যবস্থা করার দাবী জানান এমপি রবি। এছাড়া সাতক্ষীরাবাসীর প্রাণ প্রাণ সায়ের’র খাল সিএস অনুযায়ী খননের দাবী জানান।

সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি মহান জাতীয় সংসদে জলাবদ্ধতা নিরসনের কথা তুলে ধরেছেন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে ফাইল জমা দিয়েছেন বলে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে অবহিত করেন। এসময় এমপি রবির যুক্তি সংগত দাবী পুরণের আশ^াস দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং তিনি বলেন, খুব শীঘ্রই একনেকে সুপারিশের জন্য পাঠানো হবে বলে জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।মতবিনিময় কালে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ সহ  প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।            





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন