সাতক্ষীরার আলীপুর বাজার থেকে প্রায় ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।
সাতক্ষীরার আলীপুর বাজার থেকে ৭ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ন (র্যাব) ৬।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আলীপুর বাজারের মাধ্যমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মাদকব্যবসায়ীরা হলো, আলীপুর ঢালীপাড়া গ্রামের আমিনুর সরদারের ছেলে রায়হান সরদার (২৬) ও একই গ্রামের আব্দুর রবের ছেলে উজ্জল হোসেন (২২)।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার এ.এস.পি মাহাবুব-উল-আলম জানান, আলীপুর বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালান।
এ সময় আলীপুর বাজারের মাধ্যমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকা থেকে উক্ত দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডসহ জব্দ করা হয়। তিনি আরো জানান আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দের প্রস্তুতি চলছে।