সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এক চিকিৎসক মৃত্যু বরণ করেছে। মৃত্যুবরণ কারী চিকিৎসকের নাম ডাঃ সফিকুল  ইসলাম। তার বাড়ি মুন্সিপাড়া আলীয়া মাদ্রাসা রোডে। পরিবারের পক্ষ থেকে জানানো হয় শুক্রবার দিবাগত রাত ৪ টার দিকে গ্রাম্য চিকিৎসক কোনার উপসর্গ নিয়ে ইন্তেকাল করেন। এদিকে তার মৃত্যুর খবর শুনে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশি কেউ তার দাফন কাফনে আসেনি।

পরে সংবাদ পেয়ে সাতক্ষীরা সদর ফাড়ির কুইক রেসপন্স টিমের টিম লিডার  ইন্সপেক্টর তারিক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে  সদর ফাড়ির এসআই রবিন চন্দ্র মন্ডল, এএসআই মামুন,এএসআই জাহিদ ও সঙ্গীয় ফোর্স মৃত ব্যক্তির বাড়িতে যান দাফন কার্য সম্পন্ন করতে। এবিষয়ে সদর ফাড়ির এসআই রবিন চন্দ্র মন্ডল আপডেট সাতক্ষীরা কে জানান, আমরা সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক সবত্রই করোনা পরিস্থিতি ঠেকাতে দিন রাত কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ এ বাড়িতে এসেছি মৃত ব্যক্তির দাফনকার্য সম্পাদনার ব্যবস্থা করতে। এসআই রবিণ বলেন আমরা মৃত ব্যক্তির বাড়িতে এসে ইসলামি ফাউন্ডেশন কে জানিয়েছি পাসাপাসি মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করার জন্য সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ কে জানিয়েছি। এসআই রবিণ আরো জানান মৃত ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্যদের ও জ্বর -কাশি আছে। মৃত ব্যক্তির দাফনকার্য সম্পাদন করা হলে তাদের বাড়িটি লক ডাউন ঘোষনা করা হবে।                                  





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন