সাতক্ষীরায় চারা রোপণ উৎসব কর্মসূচীতে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া!!

দ্বারা zime
০ মন্তব্য 365 দর্শন

♣♣♣
বিশেষ প্রতিনিধিঃ
২০১৯ সাল থেকে মাসে ১ বারও বিদ্যুৎ বন্ধ হবে না, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, রাস্তার কাজে কোন প্রকার চাঁদাবাজি চলবে না, চাঁদা নিলে তার স্থান হবে জেল খানা, মাননীয় প্রধান মন্ত্রী মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন গ্রামকে শহরের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে, মায়ের যেমন সন্তানের উপর দরদ থাকে তেমনি শেখ হাসিনার বাংলাদেশ ও দেশের মানুষের উপর দরদ আছে, উন্নত দেশকে টিকিয়ে রাখতে উন্নত মনের মানুষের প্রয়োজন, উন্নয়নের জন্য সু-শিক্ষিত সমাজ ব্যবস্থা প্রয়োজন, বাল্য বিবাহ মানে মেয়ে সন্তানকে কবর দেওয়ার সমান, সকল কে সচেতন হতে হবে বাল্য বিবাহ বন্ধে, মাদক সেবী ও ব্যবসায়ীর তথ্য দিয়ে পুলিশ, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সাহায্য করেন, মাদক সেবন করে তাল গাছের মাথায় বাজার দেখবেন না, ইয়াবার মত ৪ বড়ি খেয়ে সিঙ্গাপুর থাইল্যান্ড ইউরোপ ভ্রমণ করার দিবাস্বপ্ন দেখবেন এমনটি হবে না। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে এদের সমাজ থেকে বয়কট করুন এদের ধরিয়ে দিতে নিকটস্থ আইন প্রণয়নকারী সংস্থাকে জানান, জঙ্গিবাদ দমনে কঠোর বর্তমান সরকার, নোটারী পাবলিকের মাধ্যমে বাল্য বিবাহ সম্পূর্ণ অবৈধ, মাদক সেবনে কোন শারীরিক উপকার নেই, স্টার জলসা, জি-বাংলা শুধু কুটনামি ছাড়া কিছু শেখায় না, গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছই প্রকৃত বন্ধু, একটি গাছ কাটলে তিনটি গাছ লাগান,চলতি বছরেই পাটকেলঘাটার ড্রেনেজ ব্যবস্থা সম্পন্ন করা হবে, নীলিমা ইকোপার্কে পাশের সরকারী জায়গা উচ্ছেদ করা হবে, বাজারের দোকান ঘর সাবলিজ দেওয়া যাবে না, সরকারী সম্পত্তি রক্ষা করার দায়িত্ব জনগণের উপরোক্ত কথাগুলো বলেন, প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। পাটকেলঘাটার ৩নং সরুলিয়া পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় পাটকেলঘাটা কপোতাক্ষ নদের তীরে নীলিমা ইকো পার্কে বাংলাদেশের ৫টি উপকূলীয় জেলায় বনায়ন শীর্ষক প্রকল্পের আওতায় ট্রীপ বাগানের চারা রোপণ উৎসব কর্মসূচীর শুভ উদ্বোধন ও ইভটিজিং, জঙ্গী ও মাদকের বিরুদ্ধে জনসেচতনামূলক মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক ইফতেখার হোসেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিভাগীয় বন কর্মকর্তা যশোর অমিত মন্ডল, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসেম আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার তালা সার্কেল অপু সরোয়ার, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন। এ সময় সামাজিক বনায়নের কর্মসূচীর লভ্যাংশের ৪নং কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল ইসলাম কে ৪৭৩২৮ টাকা ও সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান ১৬৯৫০ টাকার চেক প্রদান করেন প্রধান অতিথি।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পাটকেলঘাটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অলিউল ইসলাম। অনুষ্ঠানের আয়োজনে ছিলো ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথির বক্তব্যের পূর্ব মুহূর্তে নৃত্য পরিবেশন করেন উষুশি মজুমদার। সব শেষে প্রধান অতিথি ইকোপার্কের মধ্যে আম ও নারকেল গাছের চারা রোপণ করেন।
সূত্রঃদৈনিক সাতক্ষীরা ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন