★★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
সাতক্ষীরায় জাতীয় ভোক্তা অধিকার দিবস ২০১৮ পালিত হয়েছে। “ডিজিটাল বাজার ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করন” এই প্রদিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মাদ এফতেখার হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের ডিডিএলজি আব্দুল লতিফ খান, সাতক্ষীরা চেম্বার অফ কর্মাসের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, দৈনিক দক্ষিনের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, এনডিসি মোঃ মোশারেফ হোসেন, সহকারী কমিশনার আরিফ আদনান, সহকারী কমিশনার আমিনূর ইসলাম, চেম্বারের উর্দ্ধতন সহসভাপতি এনছান বাহার বুলবুল, জেলা রেস্তরা মালিক সমিতির সভাপতি নূর ইসলাম, সাধারন সম্পাদক শেখ লুৎফর রহমান, জেলা বন কর্মকর্তা মারুফ বিল­াহ, ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালাম, সহ জেলার বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এর পূর্বে সকাল সাড়ে আটটায় শহরের নিউমার্কেটের মোড় হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন