★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৮ উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সাতক্ষীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রশাসক মোহম্মাদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেণ ও উপস্থিত ছিলেন জেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব মুনসুর আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, অতি: পুলিশ সুপার কেএম আরিফুল হক, সিভিল সার্জন ডাঃ তওহীদুর রহমান, স্থানীয় সরকার বিভাগের ডিডি আব্দুল লতিফ খান, অতি: জেলা প্রশাসক সার্বিক মোঃ জাকির হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব আসিফ ইকবল হিরোক,জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল­াহ আল মামুন,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোশারাফ হোসেন মশু, ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিক, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, জেল সুপার তুহিন কান্তি খান, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ্দৌলা সাগর, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উলে­খ্য সভায় একই সময়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন