দুর্ঘটনা এড়াতে পুলিশের গাড়ি’র হেড লাইটের উপরের অংশে নিজ হাতে কাল রং টেনে দিলেন,সাতক্ষীরার এসপি মোঃ সাজ্জাদুর রহমান

দ্বারা zime
০ মন্তব্য 362 দর্শন

★★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি):

সাতক্ষীরার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান এঁর  ব্যাতিক্রমী উদ্যোগ দেখে মুগ্ধ হলেন,জেলার সর্বস্থরের মানুষ।
সাতক্ষীরা পুলিশ সুপারের উদ্যোগে জেলা পুলিশের সকল  গাড়ির হেড লাইটের উপরের অংশে কালো কালির প্রলেপ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যলয়ে পুলিশের কয়েটি গাড়িতে কালো কালির প্রলেপ দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, রাতের বেলায় গাড়ীর হেড লাইটের আপার ডিপারের কারণে আলোর ঝলকানি অন্য ড্রাইভারের চোখে লেগে দুর্ঘটনায় প্রতিত হয়। এই দুর্ঘটনা থেকে বাঁচাতে এবং জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে জেলা পুলিশের গাড়িতে কালো প্রলোপ দিয়ে এই কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার সকল মোটরসাইসেল এবং সকল ধরনের যানবনের হেড লাইটে এই কালো কালির প্রলেপ দেওয়া হবে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মো:আরিফুল হক, পুলিশ সুপার সদর মো:হুমায়ুন কবির,বিশেষ শাখার পরিদর্শক আজম খান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন