সাতক্ষীরায় দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে কাশেমপুর মাদানী জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

দ্বারা zime
০ মন্তব্য 157 দর্শন

 

 

মাহফিজুল আক্কাস: সাতক্ষীরায় দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে কাশেমপুর মাদানী জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় সদরের কাশেমপুর এলাকায় আলহাজ¦ মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, “মসজিদ আল্লাহর ঘর, ছদকায়ে জারিয়ামূলক কাজ। সেজন্য সকলের সহযোগিতায় মসজিদ নির্মাণ হওয়া উচিত। মসজিদটি নির্মাণে সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ মুসলমানদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও জেলার সেরা করদাতা আলহাজ¦ মো. আল ফেরদাউস আলফা, মাওলানা ইউছুফ, আরিফুর রহমান প্রমুখ। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্রায় ৩৪শতক জমির উপর প্রায় ৩কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করা হচ্ছে।
নির্মাণ কাজের উদ্ধোধন শেষে আল্লাহর ঘর মসজিদ নির্মাণে সকলের সার্বিক সহযোগিতা কামনা ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় কাশেমপুর মাদরাসা ও এতিমখানার শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন