মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে মুজিববর্ষ ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার/প্রতিষ্ঠানের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়েজেনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘মুজিববর্ষে আমার নির্বাচনী এলাকার অসহায় মানুষ ত্রাণ ও টিনের জন্য কষ্ট পেতে পারেনা। আমার জীবদ্দশায় আমার এলাকার অসহায় দরিদ্র মানুষ যেন কষ্ট না পায় সে লক্ষ্যে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার তাই বারবার আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা বাঙালী জাতির ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপস্থিত সকলকে মানবতার মা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্স্থ্যতা কামনা করার আহবান জানান এমপি রবি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাবেক প্রচার সম্পাদক শেখ নুরুল হক, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি, ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আব্দুর রহমান প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ২০০টি পরিবারের মাঝে ২০০ ব্যান্ডেল ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হবে। এসময় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন