সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার শুভ উদ্বোধন!!

দ্বারা zime
০ মন্তব্য 396 দর্শন

♣♣♣♣
“সবুজে বাঁচি, সবুজ বাাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই” এই প্রতিপাদ্যকে সামরে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা-২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে জেলা অফিসার্স ক্লাব থেকে একটি বণার্ঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এসে ফিতা কাটা ও বেলুন-ফেস্টুন উড়ানো মধ্যদিয়ে মেলার উদ্বোধন ও আলোচনা সভায় মিলিত হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নুরুল ইসলাম প্রমুখ। বক্তারা এ সময় বেশি বেশি করে গাছ রোপনের আহবান জানান।
এবারের এ বৃক্ষ মেলায় ফলজ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন গাছের ষ্টল স্থ্ান পেয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মোঃ নরুল আমিন। সামাজিক বনায়নের উপকার ভোগীদের মাঝে গাছ বিক্রির লভ্যাংশ ১০ জনের মাঝে একটি করে চেক প্রতিজনকে ৫২ হাজার ২শ ৬১ টাকার চেকপ্রদান করা হয়। সর্বমোট ১০ জনকে মোট ৫ লক্ষ ২০ হাজার ৬শ ১০ টাকা প্রদান করা হয়। এছাড়া পানি উন্নয়ন বোর্ডকে দেওয়া হয় ২ লক্ষ ৭৯ হাজার ৭২৪ টাকা। ভোমরা ইউনিয়ন পরিষদকে ৬৯ হাজার ৯২১ টাকা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা শিল্পকলার সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন।
তথ্যঃ Daiy Satkhira.





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন