মীর আবুবকর: স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ : বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমানে আমরা খাদ্যে, চিকিৎসা, গার্মেন্টস সামগ্রিক রপ্তানিতে স্বয়ংসম্পূর্ণ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পর দেশের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক ছিল। স্বাধীনতার ৫০ বছর দেশের চিত্র একেবারে পাল্টে গেছে। স্বাধীনতার পর এদেশের ইতিহাস বিকৃত করে তরুন প্রজন্ম কে বোঝানো হয়েছে। স্বাধীনতার সঠিক ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে। বঙ্গবন্ধু আমাদের মাঝে নাই কিন্তু বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরনের সকল কর্মসূচি হাতে নিয়েছেন। ২০৪১ মধ্যে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে পৌঁছে যাবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা বেঁচে আছে বলে যুদ্ধ অপরাধী বিচার সম্ভব হয়েছে। আমাদের ক্রয় ক্ষমতা, মাথাপিছু আয় বেড়েছ। অচিরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রূপদান করবে।বক্তব্য রাখেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিউল আজম, জেলা সমাজসেবা ডিডি সন্তোষ কুমার নাথ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার ও পরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশিদ, অতিঃ জেলা প্রশাসক রাজস্ব তানজিলুর রহমান, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক, বিসিকের উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম সাকলায়েন, সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর পূর্বে জেলা প্রশাসকের থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন