২৫ মার্চ গণহত্যার শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সাতক্ষীরায় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে : এমপি রবি

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 183 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ : ২৫ মার্চ গণহত্যা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদনের পরে সরকারি উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গণহত্যার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, “সাতক্ষীরায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যার শিকার শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে গণহত্যার স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। যারা দেশের জন্য অকাতরে প্রাণ দিয়ে গেছে তাদের ঋণ কখনও শোধ করা যাবেনা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রাক্কালে সাতক্ষীরায় কুখ্যাত দুই রাজাকারের ফাঁসির রায়ে সন্তোয় প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং সেই সাথে ১৯৫২, ১৯৭১ সালের ২৫ মার্চ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ ও ১৫-ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবার এবং জাতীয় চারনেতার রুহের মাগফিরাত কামনা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি তার বক্তব্য শেষ করেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার , সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন মশু, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, ৭১’র বধ্য ভূমি সংরক্ষণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সুভাষ সরকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তানজিল্লুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাতক্ষীরা মাশরুবা ফেরদৌস, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো.আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোমেন খান, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ইউনুচ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা বিএম রাজ্জাক, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হাসান, ইয়াহিয়া ইকবাল, সিরাজুল ইসলাম, এ্যাড. ফাহিমুল হক কিসলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, স্বদেশ এনজিও’র নির্বাহী পরিচালক মাধব দত্ত প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাজী মোমীন উদ্দীন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন