সাতক্ষীরার সরকারি চিকিৎসা সেবার সেবার মান উন্নয়নে বরাদ্দ প্রায় ১৩ কোটি টাকা লুটপাটের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিসহ স্বাস্থ্য খাতের সকল অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ১৯ এপ্রিল, ২০১৯: সাতক্ষীরা সুলতানপুর বড়বাজারে সকাল ৯টায়, সাতক্ষীরা কাটিয়া আমতলা মোড়ে বিকাল ৫:৪৫টায়, সাতক্ষীরা মিল বাজারে সন্ধ্যা ৭টায় প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

নাগরিক আন্দোলন মঞ্চের সাতক্ষীরার আহবায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব  ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক  হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, সুধাংশু শেখর সরকার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক  ও সিনিয়যর সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, এড. ওসমান গণি, শেখ ওবায়দুস সুলতান বাবলু, এড. ওসমান গণি, সাতক্ষীরা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবির হোসেন বাদশা, স্বপন কুমার শীল, অধ্যক্ষ শিবপদ গাইন, আমির হোসেন খান চৌধুরি, এড. সালাউদ্দিন ইকবাল লোদী, দেবাশিষ মন্ডল, মেহেদীআলী সুজয় প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চিকিৎসকদের দুর্নীতির কারণে বর্তমান সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা থেকে বি ত হচ্ছে। সরকার কোটি কোটি টাকা স্বাস্থ্য খাতে বিনিয়োগ করেও তেমন কোন ফল পাচ্ছে না। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বক্তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

সূত্র:দৈনিক সাতক্ষীরা ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন