নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা স্টেডিয়ামে সফটরক প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০১৮ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ফেব্রুয়ারি) সকাল ৯ টায় সফটরক গ্রুপের পৃষ্টপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় রঙ্গিণ পোশাকে মাঠে নামলো খেলোয়াড়রা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ক্রিকেট কমিটি সাতক্ষীরার চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভপতি আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান, জেলা ক্রীড়া অফিসার খালদ জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়াম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন শেখ আব্দুল কাদের, কাজী কামরুজ্জামান, সম সেলিম রেজা, জাহাঙ্গীর আলম শানু, ইকবাল কবির খান বাপ্পি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ইদ্রিস বাবু, মীর তাজুল ইসলাম রিপন, মির্জা মনিরুজ্জামান, রকিবুর রহমান লাল্টু। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রিকেট অ্যাম্পায়ারস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আক্তারুজ্জামান মুকুল। উদ্বোধনী খেলা গণমুখী সংঘ বনাম সেবা সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সেবা সংঘ টসে জিতে ব্যাট করতে নেমে ২৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৩ রান করে। দলের বাবলু সর্বোচ্চ ১৭ রান করে, প্রতিপক্ষের আশিক ৪টি উইকেট লাভ করে। জবাবে গণমুখী সংঘ ব্যাট করতে নেমে ১২ ওভারে ০৩ উইকেট হারিয়ে ৭৭ রান করে। দলের আশিক ২২ ও আশরাফুল ১৯ রান করে। ফলে গণমুখী সংঘ ০৭ উইকেটে জয়লাভ করে। আগামী কাল টাউন স্পোর্টিং ক্লাব বনাম এরিয়ান্স ক্লাব এর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
তথ্যঃ পত্রদূত নেট।
পূর্ববর্তী পোস্ট