আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইজতেমা শেষ

দ্বারা zime
০ মন্তব্য 144 দর্শন

নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে সাতক্ষীরায় তিনদিন ব্যাপী ইজতেমা শেষ হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা শহরতলীর মার্কাজ মাঠে লক্ষ লক্ষ ধর্ম প্রান মুসুল্লী আখেরী মোনাজাতে অংশ গ্রহন করে।আখেরী মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মরব্বী হাফেজ মাওলানা জুবায়ের। আখেরী মোনাজাত সকাল ১০.৫০ শুরু হয়ে শেষ হয় ১১.১০ মিনিটে।

মোনাজাতে বিশ্ব উম্মার শান্তি কমানা করা হয়। দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। এই ইজতেমার মধ্যে আল্লাহর নৈকট্য অর্জন লাভ করতে হবে। ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার আহবান জানানো হয়। বিশ্বব্যাপী মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন বন্ধে দোয়া চাওয়া হয়। এ সময় লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লীদের আমীন আমীন ধ্বনীতে মুখরিত হয়ে উঠে।

আখেরী মোনাজাতে অংশ গ্রহণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জেলা পুিরষদ চয়ারম্যান আলহাজ্ব নজরল ইসলাম, পৌর আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা পরিষদ সদস্য সৈয়দ আমিনুর রহমান বাবু, আওয়ামীলগি নেতা মনিরুল ইসলাম মাসুম, আব্দুর রশিদ প্রমুখ।

উল্লেখ্য শনিবার বাদ আছর সাতক্ষীরা শহরতলীর মার্কাজ মাঠে তিনদিন ব্যাপি ইজতেমা শুরু হয়। ইজতেমায় কোরিয়া, চিন, সিরিয়া, মরোক্কা, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহন করে





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন