সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে করোনা ভাইরাস এর কারণে অসহায়, দরিদ্র, দুঃস্থ ও গরীব খেটে খাওয়া মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (০৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সকালে অফিসের সামনে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেটে খাওয়া কর্মহীন পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। এসময় তিনি বলেন, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি জেলার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ের পাশা পাশি বর্তমান দুর্যোগ পরিস্থিতি করোনার সংক্রমণ রোধে কর্মহীন ও অসহায় খেটে খাওয়া মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে। তাদের এ মহৎ উদ্যোগের জন্য জননেত্রী শেখ হাসিনা ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং খাদ্য সহায়তার অবদান সাতক্ষীরাবাসী চিরদিন মনে রাখবে। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কেউ ঘরের বাহিরে যাবেননা। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। মনে রাখবেন আপনার দ্বারা আপনার পরিবার ও প্রতিবেশি করোনা ভাইরাসে সংক্রমিত হতে পারে। এসময় তিনি সকলকে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানান।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক এনছান বাহার বুলবুল, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি ফারহা দীবা খান সাথী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মইনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, অফিস সম্পাদক এস.এম আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মুছা করিম, প্রচার সম্পাদক মো. আশরাফুল করিম ধনী, নির্বাহী সদস্য দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, আবু দাউদ, শেখ আব্দুস সাদেক, ডা. মো. আমিরুল ইসলাম মুকুল, নাসির উদ্দিন সুলতান প্রমুখ। এসময় করোনা ভাইরাস এর কারণে অসহায়, দরিদ্র, দুঃস্থ ও গরীব খেটে খাওয়া ২শ’ ২০টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।