
বাংলাদেশের প্রধান বিচারপতি সাতক্ষীরা জেলায় সফর উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল
০৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সাতক্ষীরা জেলায় আগমন উপলক্ষে জেলা পুলিশ, সাতক্ষীরার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।
![]()
সাতক্ষীরা সার্কিট হাউজে এ সময় সাতক্ষীরা জেলা পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
![]()
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ,সাতক্ষীরা চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী,জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলার বিচারকবৃন্দ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আতিকুল ইসলম, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইনজীবীবৃন্দ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
