সাতক্ষীরা জেলা মন্দিরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

দ্বারা zime
০ মন্তব্য 202 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী ২০২৩ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) শহরের পুরাতন সাতক্ষীরাস্থ জেলা মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ ঘোষ’র সভাপতিত্বে মঙ্গল শোভাযাত্র ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।


আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম,

অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আতিকুল ইসলাম, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) শ্যামল কুমার চৌধুরী, সদর থানার ওসি মহিদুল ইসলাম প্রমুখ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সাতক্ষীরা সহকারী পরিচালক অপূর্ব আদিত্য প্রমুখ।


এসময় উপস্থিত জন্মাষ্টমী উৎসব ২০২৩ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ শিবপদ গাইন, সদস্য সচিব পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক অমিত কুমার ঘোষ, রঘুজিত গুহ, বিকাশ চন্দ্র দাস, নিত্যানন্দ আমীন, প্রভাষক বাসুদেব সিংহসহ এসময় হিন্দু ধর্মালম্বী কৃষ্ণ ভক্তরা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন