![](https://sp-ao.shortpixel.ai/client/to_webp,q_glossy,ret_img/https://updatesatkhira.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেন্সিডিল সহ এক যুবককে আটক করেছে। আটককৃত যুবকের নাম ওবায়দুল্লাহ(৩৫)। সে ঘোনার মৃত আব্দুল খালের পুত্র।
ডিবি পুলিশের সুত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো:মহিদুল ইসলামের তত্বাবধানে সাতক্ষীরা ডিবির এসআই ফরিদ হোসেনের নেতৃত্বে এএসআই / জসিম উদ্দিন, কং/ সিরাজুল ইসলাম, কং/ আশিক গালিব ও সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেন্সিডিল সহ ওবায়দুল্লাহ কে আটক করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ডিবির অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম জানান আটককৃত আসামীর নামে সাতক্ষীরা সদর থানায় মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং ৯১,তারিখ : ২৬/০৭/২০২০ খ্রিষ্টাব্দ। তিনি আরো জানান ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।