সাতক্ষীরা সদর সার্কেলের বিশেষ অভিযানে ৩৫০ বোতল ফেন্সিডিল সহ পিকআপ আটক

দ্বারা zime
০ মন্তব্য 382 দর্শন

সিটিজেন জার্নালিস্ট(জিমি):সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেন্সিডিলসহ একটি মিনি পিকআপ জব্দ করতে সক্ষম হয়েছে। রোববার বিকালে সদরের ভালুকা চাঁদপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল ও মিনি পিকআপ জব্দ করে সাতক্ষীরা থানার চৌকশ একটি পুলিশ টিম।

থানা সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীকর্তৃক ফেন্সিডিলের একটি বড় চালান পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে,
সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মেরিনা আক্তার, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ, ওসি তদন্ত শফিকুল ইসলাম ও ওসি (আইসিটি) মহিদুল হক’র যৌথ নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স এসআই শেখ মিরাজ আহম্মেদ, এএসআই জাহিদ হোসেন ও এএসআই আলমঙ্গীর এর সহযোগীতায় রোববার বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর আমিনীয়া মাদ্রাসা এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে খুলনা মেট্রো ন-১১-০০২৯ নম্বরের একটি মিনি পিকআপ আটক করে তল্লাশি চালিয়ে ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক পরিবহনকারি পিকআপ চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেপ্তারের বিষয়ে সাতক্ষীরা থানার ওসি শেখ মারুফ আহমেদ জানান,সাতক্ষীরা থানা পুলিশ নিয়মিত মাদক ও নাশকতা বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।আমরা নিয়মিত মাদক স্পর্টে ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি।আর তারই ধারাবাহাকতায় আজ ভালুকা চাঁদপুর এলাকা থেকে ৩৫০ বোতল নির্ষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল সহ একটি পিকআপ জব্দ করা হয়েছে।তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাকআপ চালক ট্রাক রেখে পালিয়ে যান,ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।তবে পিকআপ এর মালিক কে?ড্রাইভার কে ছিল?ইত্যাদি বিষয়ে বিআরটিএ থেকে পিকআপের মালিকানা চিশ্চিত করে তদন্ত করা হবে।এব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন