সাবেক আইজিপি হাদিস উদ্দিনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি: আইজিপি

দ্বারা zime
০ মন্তব্য 253 দর্শন

সাবেক আইজিপি মোহাম্মদ হাদিস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শনিবার এক শোকবার্তায় পুলিশপ্রধান বলেন, ‘মোহাম্মদ হাদিস উদ্দিন একজন সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন। আইজিপি হিসেবে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। আমরা শ্রদ্ধার সঙ্গে তার অবদান স্মরণ করছি।’

এসময় ড. বেনজীর আহমেদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক পু্লিশপ্রধান হাদিস উদ্দিন মৃত্যুবরণ করেন। তিনি ২০০৫ সালের ৭ এপ্রিল থেকে একই বছরের ৭ মে পর্যন্ত পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ হাদিস উদ্দিন ১৯৭৩ ব্যাচের পুলিশ ক্যাডার সার্ভিসে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ১৯৯৩ সালে তিনি কম্বোডিয়ায় ইউএন মিশনে ডেপুটি কমান্ডার এবং ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার ছিলেন।

বাংলাদেশ পুলিশের ২৩তম পুলিশ মহাপরিদর্শক নিযুক্ত হওয়ার আগে তিনি পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপি (অর্থ ও উন্নয়ন) ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন