স্বাভাবিক জীবনে ফিরে আসা সুন্দরবনের ৩১ জন আত্মসমর্পণকৃত বনদস্যুকে র‌্যাব-৬ এর পক্ষ থেকে মোবাইল ফোন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা র‌্যাব-৬ কার্যালয়ে তাদের হাতে অনুদান তুলে দেন অধিনায়ক হাসান ইমন আল রাজীব। প্রত্যেককে ১টি করে মোবাইল ফোন ও নগদ ২০ হাজার করে টাকা প্রদান করা হয়।
র‌্যাব-৬’র সূত্র জানায়, চলতি বছরের ২৩ মে খুলনার লবণচরাস্থ র‌্যাব-৬ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের কাছে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে সুন্দরবনের ছয়টি জলদস্যু-বনদস্যু বাহিনীর ৫৭ সদস্য আত্মসমর্পণ করেন। এ সময় ৫৮টি আগ্নেয়াস্ত্র ও ১২৮৪ রাউন্ড গুলি জমা দেয় তারা। এর মধ্যে দাদা ভাই বাহিনী, হান্নান বাহিনী ও আমীর আলী বাহিনীর ৩১ জন সদস্য র‌্যাব-৬’র মাধ্যমে আত্মসমর্পণ করে।
র‌্যাব-৬’র অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব বলেন, সরকারের উদ্যোগ বাস্তবায়নে সুন্দরবনকে দস্যুমুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। ইতোমধ্যে সুন্দরবনের অধিকাংশ এলাকা দস্যুমুক্ত হয়েছে। অক্টোবরে আত্মসমর্পণের শেষ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন