মাহফিজুল ইসলাম আককাজ: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত গ্রীস্মকালীন বারি হাইব্রিড টমেটোর মাঠ দিবস ১০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ মাঠে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন বিভাগের আয়োজনে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী বলেন,‘সুন্দর সম্মানের জীবন পেতে জুয়া ক্যাসিনো ও মাদক থেকে বেরিয়ে এসে টমেটোর চাষ করুন। মাত্র ১৮দিনে এক বিঘা জমিতে টমেটো চাষ করে এক লক্ষ টাকা আয় করেছে কৃষক। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পুর্বে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করতে চেয়েছিলেন। আজ তা বাস্তবে রুপ নিয়েছে। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। উদ্বৃত্ত খাদ্য শস্য আজ বিদেশে রপ্তানী হচ্ছে। সারের দাম কমিয়েছেন। জীবন যাত্রার মান উন্নয়নের জন্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা আমদানী কমিয়ে এনে রপ্তানী বৃদ্ধি করা হবে। কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষিকে যান্ত্রিকরণ করতে নির্দেশ দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। যেন কৃষক তার উৎপাদিত পণ্যে নার্য্য মুল্য পান। প্রকৃত কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ করতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরায় এসে আমি সব কিছুতে মুগ্ধ হয়েছি। সাতক্ষীরার উন্নয়নে আমি আপনাদের পাশে থাকবো।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া-০১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি গবেষণা ইনস্টিটিউট’র মহাপরিচালক আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, কৃষি গবেষণা ইনস্টিটিউট’র অতিরিক্ত সচিব মো. ছায়েদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালক অরবিন্দ বিশ^াস, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ। দুপুরে কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত গ্রীস্মকালীন বারি হাইব্রিড টমেটোর মাঠ দিবস উপলক্ষে টমেটোর ক্ষেত পরিদর্শণ করেন এবং টমেটো চাষীদের সাথে কথা বলেন। এসময় দলীয়, প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটর কর্মকর্তরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট’র বৈজ্ঞানিক কর্মকর্তা মনিরুজ্জামান।