এসএ গেমসের প্রস্তুতি নিতে হরিয়ানা যাচ্ছে কাবাডি দল।।

দ্বারা zime
০ মন্তব্য 165 দর্শন

 

তারিক ইসলাম : আসন্ন সাউথ এশিয়ান (এসএ) গেমসে ভালো ফল পেতে কাবাডি খেলোয়াড়দের বিদেশে প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কাবাডি ফেডারেশন। আগামী ১-১০ ডিসেম্বর ২০১৯ নেপালে অনুষ্ঠিতব্য ১৩তম এসএ গেমসে অংশগ্রহণকারী নারী ও পুরুষ কাবাডি দলকে উন্নত প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক ম্যাচ খেলার জন্য ভারতের হরিয়ানায় পাঠানো হচ্ছে। ইরানে অনুষ্ঠিতব্য জুনিয়র বিশ্ব কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জুনিয়র বালক কাবাডি দলও উন্নত প্রশিক্ষণের জন্য হরিয়ানা যাচ্ছে।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) এর সভাপতিত্বে গতকাল বুধবার রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এসএ গেমস উপলক্ষে খোলোয়াড়দের প্রশিক্ষণে সন্তোষ প্রকাশ করে বলেন, এসএ গেমসে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশের পুরুষ ও নারী কাবাডি দলকে খেলতে হবে। তিনি শারিরীক ও মানসিকভাবে নিজেদেরকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার জন্য খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদ্যাপন উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি ও ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) কে আহ্বায়ক করে একটি টুর্নামেন্ট কমিটি গঠন করা হয়। মুজিব বর্ষ উদ্যাপন উপলক্ষে ঢাকায় এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, এ উপলক্ষে দেশের প্রতিটি উপজেলায় কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হবে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত শ্রীলংকায় অনুষ্ঠিতব্য ৬ জাতি আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে বাংলাদেশ কাবাডি দল অংশগ্রহণ করবে।

কাবাডি ফেডারেশনের সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন