বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দেশের ৬৪টি জেলার প্রত্যেকটি থানায় একটি করে গৃহহীন পরিবার পাঁকা ঘর নির্মাণ করে দিচ্ছেন বাংলাদেশ পুলিশের অভিভাবক ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ বিপিএম-বার। তারই ধারাবাহিতায় বাগেরহাট জেলায় হতদরিদ্রদের গৃহনির্মাণ কাজ চলছে।
বাগেরহাট জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হকের দিক নির্দেশনা মোতাবেক বুধবার সকালে বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মো: আসাদুজ্জামান হতদরিদ্রদের নির্মাণাধীন গৃহ নির্মাণের কাজ পরিদর্শন করেন। পরিদর্শন কালে কনট্রাকটর রা সিমেন্ট কম দিচ্ছেন কিনা, ভালো মানের ইট ও বালু দিচ্ছেন কিনা ও উন্নত মানের টিন দিচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ করেন। এমন কি তিনি মই বেয়ে ছাদের উপরে উঠে টিনের গুনাগত মান পরীক্ষা করেন।এসময় সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।