এতদ্বারা সকলের অবগতির নিমিত্তে জানানো যাচ্ছে যে, সাতক্ষীরা জেলায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার এবং মূল মালিকদের উদ্ধরকৃত মোবাইল গুলি হস্তান্তর করার পরও ১৪ টি মোবাইল হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। এই সমস্ত মোবাইলএর মালিকগণকে তাদের বর্ণিত নাম ঠিকানায় যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না।

উদ্ধরকৃত মোবাইলের মালিকগণ হলেন –
১. আজিজুল রহমান, পিতা- মৃত কাজল মোড়ল, সাং- উত্তর কাটিয়া, থানা ও জেলা- সাতক্ষীরা।
২. সিরাজুম মনিরা, স্বামী- মেহেদী হাসান, সাং- পলাশপোল (মুন্সিবাড়ী), থানা ও জেলা- সাতক্ষীরা।
৩. আবু সিদ্দিক, পিতা- মোক্তর আলী, সাং কাটিয়া, থানা ও জেলা- সাতক্ষীরা।
৪. শাহিন আলম, পিতা- দবির উদ্দীন,সাং- কাটিয়া, থানা ও জেলা- সাতক্ষীরা।
৫. মিজানুর রহমান, পিতা- মৃত আক্কাস আলী, সাং- মাহামুদপুর, থানা ও জেলা- সাতক্ষীরা।
৬. আলিফ বিল্লাহ, পিতা- ওয়াজেদ আলী,সাং- পাঁচানী, থানা ও জেলা- সাতক্ষীরা।
৭. উৎপল কুমার দে, পিতা- চন্দ্র দে, সাং- কালিকাপুর, থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা।
৮. তানিয়া সুলতানা, পিতা- সামসুর রহামান, সাং- ভাদড়া, থানা ও জেলা- সাতক্ষীরা।
৯. অহিদুল, পিতা- হারিজুল্লাহ, সাং- ইটাগাছা, থানা ও জেলা- সাতক্ষীরা।
১০. সুধা প্রিয় কুমার কর্মকার, পিতা- ধরেন্দ্রনাথ কর্মকার, সাং- পারুলিয়া, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা।
১১. সোহরাব, পিতা- লতিফ সরদার, সাং- পুরাতন সাতক্ষীরা, থানা ও জেলা- সাতক্ষীরা।
১২. শাহিন বাবু, পিতা- মৃত আজিজুল হক, সাং- কাটিয়া, থানা ও জেলা- সাতক্ষীরা।
১৩. রাশেদুজ্জামান, পিতা- মৃত জাহাঙ্গীর হোসেন, সং- ভালুকা চাদপুর, থানা ও জেলা- সাতক্ষীরা
১৪. আব্দুল হামিদ, পিতা- আঃ সাত্তর, সাং- পাচানি, থানা ও জেলা- সাতক্ষীরা।

এমতাবস্থায়, উক্ত মালিকগণকে অথবা তাদের প্রতিনিধিদেরকে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে মোবাইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগ- অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সাতক্ষীরা। মোবাইল – ০১৭১৩৩৭৪১৩৮।

সূত্র: fb id Sp Satkhiradistrict





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন