নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় উন্নয়ন মেলা–২০১৮ আয়োজন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল হান্নান, সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমাউন কবির, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল–মামুন, জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, জেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান, বিআরটি সহকারি পরিচালক তানভীর আহমেদ চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী তানভীর ইসলাম ও জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন প্রমুখ। সাতক্ষীরায় উন্নয়ন মেলা–২০১৮ আয়োজন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত হয় তিনদিন ব্যাপি এ মেলা চলবে। আগামী ০৯ জানুয়ারী থেকে ১১ জানুয়ারী উন্নয়ন মেলা চলবে। আগামী ০৯ জানুয়ারী সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং তিন দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে মেলায় সরকারিভাবে স্টল থাকবে ৯০টি ও বেসরকারিভাবে স্টল থাকবে ৫৭টি। তিন দিনব্যাপি উন্নয়ন মেলা–২০১৮ আয়োজন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় সফলভাবে আয়োজনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় প্রশাসনিক কর্মকর্তা ও সরকারি–বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্রঃ পত্রদূত নেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন