জাতীয় চাঁদ দেখা কমিটির আগের সিদ্ধান্ত অনুযায়ী ২১ এপ্রিল দিবাগত রাতেই সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে।
আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এ তথ্য জানান।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, পবিত্র শাবান মাসের চাঁদ দেখার সিদ্ধান্তের বিষয়ে ভিন্নমত পোষণকারীদের দাবি যাচাইয়ে গঠিত কমিটি এ সুপারিশ করেছে।
মারকাযুদ দাওয়াহয়ের শিক্ষা সচিব মুফতি মাওলানা আবদুল মালেকের নেতৃত্বে গঠিত দাবি যাচাই কমিটি মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কার্যালয়ে সভা করে। এতে আগে শাবান মাসের চাঁদ দেখার কোনো সাক্ষীর সাক্ষ্য পাওয়া যায়নি।
তাই কমিটি জাতীয় চাঁদ দেখা কমিটির ৬ এপ্রিল নেওয়া সিদ্ধান্ত বহাল রেখেছে। অর্থাৎ ৮ এপ্রিল থেকে শাবান মাস শুরুর সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসছে না।
সূত্র : এনটিভি





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন