
বাংলাদেশ মহিলা আওয়াামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে সাতক্ষীরা প্রেসক্লাবে মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি তহমিনা রহিম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা’র সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুমি আনসারী, জেসমিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, , সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, সদর উপজেলা আওয়ামী লীগ নেত্রী রুখসানা পারভীন, দেবহাটা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জি এম স্পর্শ, কালিগঞ্জ উপজেলা সভাপতি জেবুন্নেছা, প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগ ও জেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
